কাচা বকুলের ফুল চিবিয়ে খেলে দাত নড়া ও দাত পড়া বন্ধ হয়

আপডেট: December 6, 2020 |

বকুল ফুল আমাদের কাছে খুব প্রিয়। আদিকাল হতে নারীরা বকুল ফুল দিয়ে গলার মালা ,কাণের দুল বানিয়ে অলংকার হিসেবে ব্যবহার করে আসছে।  বকুল ফুলের ঘ্রান অসাধারন এছাড়া বকুল ফুলের অনেক উপকারিতা রয়েছে।

বকুল ফুলের উপকারিতা-
পুরাতন আমাশয়
আমাশয় পুরাতন হয়ে গেছে কিছুতেই সারতে চাইছে না। এ অবস্থায় প্রত্যেকদিন ৫-৬ টি করে পাকা বকুল ফলের শ্বাস খাবেন। আমাশয় সেরে যাবে।
শুক্রতারল্য
অপুষ্টিজনিত কারণে শুক্রতারল্য দেখা দিলে পাকা বকুল ফলের সিরাপ প্রতিদিন দুপুরে আহারের পর ১ চা চামচ নিয়ে ঠান্ডা পানি মিশিয়ে ২-৩ সপ্তাহ খাবেন। যথেষ্ট উপকার পাবেন।
দাঁত পড়ায়
কাচা বকুলের ফুল  প্রতিদিন ২-৩ টা করে চিবিয়ে খেলে কিছুদিনের মধ্যেই দাদের গোড়া শক্ত হয়ে ও দাত নড়া ও দাত পড়া বন্ধ হয়।
মাথা যন্ত্রনা হলে
শুকনা বকুল ফুল চূর্ণ করে তাকে আটভাগ করে সে আটভাগের একভাগ ফিটকিরির চূর্ণ মিশিয়ে শিশিতৈ ভরে রাখুন। মাথা যন্ত্রনা হলে এর নস্যি নিবেন মাথা যন্ত্রনা সেরে যাবে।
সূত্র: আয়ুর্বেদিক টিপস

বৈশাখী নিউজ/ বিসি

Share Now

এই বিভাগের আরও খবর