নাটোরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ৩

আপডেট: December 6, 2020 |

গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় নাটোরের লালপুর উপজেলার দুয়ারিয়া কাশেমপুর এলাকায়  ৩ যুবকের মৃত্যু হয়েছে।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম রেজা বলেন, গত রাতে বা ভোরে কোন এক সময় ৩ মোটরসাইকেল আরোহী নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই ৩ জন নিহত হন। নিহত ৩ জনের মরদেহ উদ্ধার করে নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানোর চেষ্টা চলছে।

সেলিম রেজা বলেন, নিহত তিন জনের প্রাথমিক পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- বড়াইগ্রাম উপজেলার রাজাপুর কবরস্থান এলাকায় ফয়সাল, সজিব ও সোহান।

সেলিম রেজা জানান, তারা কোথায় থেকে কোথায় যাচ্ছিলেন তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

বৈশাখী নিউজ/ ফাজা

Share Now

এই বিভাগের আরও খবর