করোনায় দেশে আরও ৩৬ জনের মৃত্যু

আপডেট: December 7, 2020 |
print news

করোনায় দেশে আরও ৩৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৬ হাজার ৮৭৪ জনে।

সোমবার (৭ ডিসেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে গণমাধ‌্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনায় গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছে দুই হাজার ১৯৮ জন। এ নিয়ে মোট শনাক্ত করোনা রোগীর সংখ‌্যা দাঁড়ালো ৪ লাখ ৭৯ হাজার ৭৪৩ জন।

সোমবার সকাল পর্যন্ত সুস্থ হয়েছেন ২ হাজার ৬৬৩ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৩ লাখ ৯৮ হাজার ৬২৩ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়,দেশের সরকারি ও বেসরকারি ১৩৭টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১৪ হাজার ৩৬৯টি। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা করা হলো ২৮ লাখ ৭৭ হাজার ৫৩৮টি। নমুনা পরীক্ষা বিবেচনায় একদিনে শনাক্তের হার ১৫ দশমিক ৩০ শতাংশ। আর মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্ত হয়েছেন ১৬ দশমিক ৬৭ শতাংশ।মৃতদের মধ্যে পুরুষ ২৪ জন এবং নারী ১২ জন। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১ দশমিক ৪৩ শতাংশ।

 

বৈশাখী নিউজ/ ফাজা

Share Now

এই বিভাগের আরও খবর