ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে নৌযান পারাপার বন্ধ

সময়: 9:43 am - December 8, 2020 | | পঠিত হয়েছে: 4 বার

ঘন কুয়াশার কারণে রাজবাড়ীর দৌলতদিয়া পাটুরিয়ায় ফেরিসহ সকল প্রকার নৌযান বন্ধ বন্ধ রয়েছে।

সোমবার সন্ধ্যার পর থেকে একটু একটু করে কুয়াশার ঘনত্ব বাড়তে থাকে এতে রাত এগারটার দিকে নৌরুটে মার্কিন বাতি অস্পৃষ্ট হয়ে পড়লে নৌযান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। যে কারণে দুর্ঘটনা এড়াতে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ। এ সময় যাত্রী ও যানবাহন নিয়ে মাঝ নদীতে আটকা পড়ে ৩ টি ফেরি।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ফেরিঘাটের ব্যবস্থাপক আবু আব্দুল্লাহ রনি জানান, রাত এগারটার দিকে নৌযান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়লে ফেরিসহ সকল প্রকার নৌযান চলাচল বন্ধ রাখা হয়। তবে কুয়াশার তীব্রতা কেটে গেলে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হবে বলেও জানান তিনি।

এদিকে দীর্ঘ সময় ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ থাকায় নদীর দৌলতদিয়া প্রান্তে পারের অপেক্ষায় তৈরি হয়েছে যানবাহনের লম্বা সারি। আটকা পড়েছে যাত্রীবাহি বাস, প্রাইভেটকার ও পণ্যবাহি ট্রাকসহ অন্তত ৭ শ’ ছোট বড় যানবাহন। বিপাকে পড়েছে যাত্রী ও চালকেরা।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর