কূটনীতিকদের ‘বঙ্গবন্ধু অ্যাওয়ার্ড ফর ডিপ্লোম্যাটিক এক্সিলেন্স’ দেবে পররাষ্ট্র মন্ত্রণালয়

বিশেষ অবদানের জন্য কূটনীতিকদের ‘বঙ্গবন্ধু অ্যাওয়ার্ড ফর ডিপ্লোম্যাটিক এক্সিলেন্স’ দেবে পররাষ্ট্র মন্ত্রণালয়। চলতি বছর থেকেই এ পদক দেওয়া হবে। এ বছর এ পদক পাচ্ছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম ইউনিটের সচিব রিয়ার অ্যাডমিরাল (অব.) খুরশীদ আলম এবং বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের সাবেক রাষ্ট্রদূত সায়েদ মোহাম্মদ আল মুহারি।

মঙ্গলবার (৮ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন কমিটির সভাপতি মুহাম্মদ ফারুক খান।

 

তিনি জানান, প্রতিবছর একজন বাংলাদেশি কূটনীতিক এবং বাংলাদেশে কর্মরত একজন বিদেশি কূটনীতিককে বঙ্গবন্ধু অ্যাওয়ার্ড ফর ডিপ্লোম্যাটিক এক্সিলেন্স দেওয়া হবে।’

ফেব্রুয়ারি মাসে পদক হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন মুহাম্মদ ফারুক খান।

তিনি বলেন, ‘বিদেশিদের ক্ষেত্রে দেখা হবে, বাংলাদেশের জন্য তার অবদান কী। এখানে কাজ করার পর অ্যাওয়ার্ড পেলে পরবর্তী সময়ে তিনি বাংলাদেশের জন্য কাজ করতে উৎসাহ পাবেন।’

 

ইউএইর সাবেক রাষ্ট্রদূতকে পদক দেওয়ার বিষয়ে ফারুক খান বলেন, ‘তার দায়িত্ব পালনকালে বাংলাদেশে তিনটি অর্থনৈতিক প্রকল্প নেওয়া হয়েছে। এ সময় প্রধানমন্ত্রী তিনবার ইউএই সফর করেছেন। এতে তার ভূমিকা ছিল।’

মুহাম্মদ ফারুক খানের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, মো. আব্দুল মজিদ খান, নাহিম রাজ্জাক এবং কাজী নাবিল আহমেদ উপস্থিত ছিলেন।

 

 

বৈশাখী নিউজ/ জেপা