আফ্রিকায় শরণার্থীদের নিরাপদ পানির ব্যবস্থা করছে ইষ্ট হ্যান্ডস

আপডেট: December 9, 2020 |
print news

আফ্রিকার দেশ সোমালীল্যান্ডে নিরাপদ পানির ব্যবস্থা করে দিয়েছে আন্তর্জাতিক মানবিক সংস্থা ইষ্ট হ্যান্ডস।

সোমালীল্যান্ডের রাজধানীর দক্ষিণ সীমান্তে এম মোগে নামে একটি শরণার্থী ক্যাম্পে এই পানির ট্যাংক দেয়া হয়। এতে ওই ক্যাম্পের প্রায় ৫০টি পরিবার প্রতিদিন নিরাপদ পানি পাবেন।

ইষ্ট হ্যান্ডস চ্যারিটির চেয়ারম্যান নবাব উদ্দিন বলেন, আমরা করোনাকালীন বাংলাদেশ ও ব্রিটেনের পাশাপাশি আফ্রিকার অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। পূর্ব আফ্রিকায় যথেষ্ট সুপেয় পানির অভাব রয়েছে। তাই আমরা নিরাপদ পানির প্রজেক্ট হাতে নিয়েছি।

উল্লেখ্য, করোনার সময়ে রমজান মাস ও কুরবানির সময় বাংলাদেশের কয়েকটি জেলা ও আফ্রিকার সোমালীল্যান্ডের কয়েকটি অঞ্চলের হাজারের বেশি মানুষের কাছে খাদ্য সহায়তা দেয়া হয়। এর পাশাপাশি সিলেটের একটি আবাসিক স্কুলে ৩ মাসের খাদ্য-সহায়তা দেয়া হয়। এছাড়া পূর্ব লন্ডনে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় চলছে ইষ্টহ্যান্ডস ফুড ব্যাংক, যেটি ইতোমধ্যেই বেশ সাড়া জাগিয়েছে।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর