বিশ্বে করোনায় প্রাণহানি ১৬ লাখ ছাড়াল

আপডেট: December 12, 2020 |

প্রাণঘাতী করোনাভাইরাসের তাণ্ডব কোনওভাবেই থামছে না। বিশ্বজুড়ে বেড়েই চলেছে মৃত্যুর সংখ্যা। ইতোমধ্যে এই ভাইরাসে আক্রান্ত হয়েছে প্রাণহানি ১৬ লাখ ছাড়িয়ে গেছে।

সারাবিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ১২ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। নতুন করে সংক্রমণ শনাক্ত হয়েছে সাড়ে ৬ লাখের বেশি মানুষের শরীরে।

দিনের সর্বোচ্চ সংক্রমণ এবং মৃত্যু দেখেছে যুক্তরাষ্ট্র। দেশটিতে শুক্রবার মারা গেছেন আড়াই হাজারের বেশি মানুষ। নতুন রোগী শনাক্ত হয়েছে দুই লাখের ওপরে।

দ্বিতীয় সর্বোচ্চ সাড়ে ৭শ’ মানুষের মারা গেছেন ইতালিতে। মহামারী শুরুর পর রাশিয়ায় একদিনে সর্বোচ্চ ৬ শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। জার্মানিতেও রেকর্ড প্রায় ৬শ’ মানুষের প্রাণহানি হয়েছে এই ভাইরাসে।

ব্রাজিলে এদিন মারা গেছেন সাড়ে ৬শ’ জন। এছাড়া ২৪ ঘণ্টার ব্যবধানে ৫ শতাধিক করে মৃত্যু দেখেছে মেক্সিকো এবং পোল্যান্ড। এ নিয়ে বিশ্বে মোট শনাক্তকৃত রোগীর সংখ্যা ছাড়িয়েছে ৭ কোটি সাড়ে ১৩ লাখের বেশি।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর