ইসরাইলে আবারও রাষ্ট্রদূত নিয়োগ দিচ্ছে এরদোগান সরকার

আপডেট: December 14, 2020 |

প্রায় দুই বছর স্থগিত রাখার পর আবারও ইসরাইলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক জোরদার করছে তুরস্ক। ইহুদিবাদী দেশটিতে আবারও রাষ্ট্রদূত নিয়োগ দিচ্ছে এরদোগান সরকার।

মধ্যপ্রাচ্য পর্যবেক্ষণকারী সংবাদমাধ্যম আল মনিটরের বরাতে ইসরাইলি সংবাদমাধ্যমগুলো এ খবর জানিয়েছে।

যুক্তরাষ্ট্রের নতুন সরকারের সঙ্গে সম্পর্ক উন্নয়ন ঘটাতে এ উদ্যোগ নেয়া হয়েছে বলে খবরে বলা হয়েছে।

ইসরাইলে নিযুক্ত নতুন তুর্কি রাষ্ট্রদূত উফুক উলুতাস জেরুজালেমের হিব্রু বিশ্ববিদ্যালয়ে হিব্রু ও মধ্যপ্রাচ্যের রাজনীতি নিয়ে পড়াশুনা করেছেন।

৪০ বছর বয়সী উফুক ইরান বিষয়ক একজন বিশেষজ্ঞও হলেও তিনি পেশাদার কূটনীতিক নন বলে জানা গেছে।

আল মনিটরের খবরে উলুতাসকে খুবই মার্জিত, খুবই বুদ্ধিমান এবং ফিলিস্তিনপন্থী বলে বর্ণনা করা হয়েছে।

২০১৮ সালে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরাইলের মার্কিন দূতাবাস তেল আবিব থেকে জেরুজালেমে সরিয়ে নিলে বিক্ষোভে ফেটে পড়ে ফিলিস্তিনিরা। অবরুদ্ধ গাজা উপত্যকায় বিক্ষোভরত ফিলিস্তিনিদের ওপর প্রাণঘাতী হামলা চালায় ইসরাইলি বাহিনী।

ওই হামলার পর ২০১৮ সালের মে মাসে ইসরাইল থেকে নিজেদের রাষ্ট্রদূত প্রত্যাহার করে নেয় তুরস্ক।

বৈশাখী নিউজ/ বিসি

Share Now

এই বিভাগের আরও খবর