আঙ্কারার সড়কের নাম কাটছাঁট করে বঙ্গবন্ধু রেখেছে স্থানীয় প্রশাসন

সময়: 1:41 pm - December 18, 2020 | | পঠিত হয়েছে: 3 বার

তুরস্কের রাজধানী আঙ্কারার ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’ সড়কটির নামে কাটছাঁট করে শুধু ‘বঙ্গবন্ধু’ রেখেছে স্থানীয় প্রশাসন। স্থানীয়দের উচ্চারণের সমস্যার কারণে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

দ্য আঙ্কারা মেট্রোপলিটন মিউনিসিপ্যালটি বৃহস্পতিবার লিখিত বিবৃতিতে জানিয়েছে, বঙ্গবন্ধুর পুরো নাম তুর্কিদের উচ্চারণ করতে এবং লিখতে সমস্যা হয়। অনেকে বিষয়টি নগর প্রশাসনকে অবগত করেছেন।

বাংলাদেশের জাতির জনকের নামের শেষ দুটি অংশ তুরস্কের ভাষায় উচ্চারণ এবং লেখার সময় কিছুটা পাল্টে যায়। এই অংশটিই কারো কারো উচ্চারণ করতে কষ্ট হয়।

 

তুরস্কের দৈনিক পত্রিকা ডেইলি সাবাহ তাদের অনলাইন সংস্করণে জানিয়েছে, বৃহস্পতিবার নগরকর্মীরা কানকায়া জেলার রাস্তাটিতে নতুন নাম ‘বঙ্গবন্ধু’ লেখা একটি সাইনবোর্ড স্থাপন করেন।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর