লিবীয় উপকূল থেকে ১২৬ অবৈধ অভিবাসী উদ্ধার: ইউএনএইচসিআর

আপডেট: December 18, 2020 |
print news

লিবীয় উপকূল থেকে নারী-শিশুসহ ১২৬ অবৈধ অভিবাসীকে উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া ১২৬ জনের মধ্যে আট নারী ও ২৮ শিশু রয়েছেন। বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে শরণার্থী বিষয়ক জাতিসংঘ হাই কমিশনার (ইউএনএইচসিআর)।

ইউএনএইচসিআর জানায়, ইউএনএইচসিআরের অংশীদার আইআরসি (ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি) ঘটনাস্থলে উপস্থিত রয়েছে। সমুদ্র উপকূল থেকে তাদের নৌকাটি উদ্ধার করা হয়েছে। তারা এসব অভিবাসন প্রত্যাশীদের খাবার পানি, কম্বল ও প্রাথমিক চিকিৎসা দিয়েছে। পরে শুক্রবার সকালে তাদের সবাইকে লিবিয়ায় ফেরত পাঠানো হয়েছে।

২০১১ সালে লিবিয়ার সাবেক একনায়ক মুয়াম্মার গাদ্দাফির পতনের পর থেকেই দেশটিতে নানা ধরনের বিশৃঙ্খলা লেগেই রয়েছে। আর তখন থেকেই উত্তর আফ্রিকার এ দেশ ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যেতে চাওয়া অবৈধ অভিবাসীদের কাছে পছন্দের কেন্দ্রে পরিণত হয়েছে।

সূত্র: ইউএনএইচসিআর।

বৈশাখী নিউজবিসি

Share Now

এই বিভাগের আরও খবর