বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক মনজুরে মওলার মৃত্যু

আপডেট: December 20, 2020 |
print news

বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক কবি, প্রাবন্ধিক মনজুরে মওলা আর নেই।

রোববার (২০ ডিসেম্বর) বেলা ১১টা দিকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বাংলা একাডেমির কর্মকর্তা কবি ও প্রাবন্ধিক পিয়াস মজিদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, গত ৫ ডিসেম্বর করোনা পজিটিভ হওয়ার পর মনজুরে মওলাকে হাসপাতালে ভর্তি করা হয়। ১ অক্টোবর তার ৮০তম জন্মবার্ষিকী ছিল। তার জানাজা ও দাফনের বিষয়ে পরিবারের সদস্যরা সিদ্ধান্ত নেবেন বলে বাংলা একাডেমির পক্ষ থেকে জানানো হয়েছে।

মনজুরে মওলা লিখে গেছেন বিচিত্র বিষয়ে। লেখালেখি, সম্পাদনা, গ্রন্থ পরিকল্পনা—নানা কাজে নিজেকে ব্যস্ত রেখেছিলেন তিনি। পেশাজীবনে বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব পালন করা মনজুরে মওলা গত শতকের আশির দশকের শুরুর দিকে বাংলা একাডেমির মহাপরিচালক ছিলেন। বাংলা একাডেমিতে তার তিন বছরের কার্যকালেই ‘একুশ আমাদের পরিচয়’ প্রত্যয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয় অমর একুশে গ্রস্থমেলা, যা আজ বিশ্বের দীর্ঘ সময়ব্যাপী চলা বই উৎসব।

বৈশাখী নিউজবিসি

Share Now

এই বিভাগের আরও খবর