নতুন ধরনের করোনা নিয়ে বিশ্বস্বাস্থ্য সংস্থার সভা আজ

আপডেট: December 23, 2020 |

বিশ্বস্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও) যুক্তরাজ্যে শুরু হওয়া করোনা ভাইরাসের নতুন ধরন বা প্রজাতি নিয়ে আলোচনায় বসতে যাচ্ছে আজ। তথ্য আদান-প্রধানের উদ্দেশ্যে এ আলোচনা ডাক দেওয়া হয়েছে বলে জানান সংস্থাটির এক মুখপাত্র।

বিশ্বস্বাস্থ্য সংস্থার ইউরোপের আঞ্চলিক পরিচালক হ্যান্স ক্লুজ এক টুইট বার্তায় বলেন, করোনার এই নতুন ধরনের ভাইরাসের বিষয়ে তুলনামূলক আরো ভালো তথ্য না পাওয়া পর্যন্ত চলাচলে সীমাবদ্ধতা আনা বুদ্ধিমানের কাজ।

যদিও জেনেভা-ভিত্তিক সংস্থাটি জানায় যে এমনটি মহামারী বিবর্তনের একটি সাধারণ অংশ। সংস্থাটি ভাইরাসের নতুন এই ধরন সনাক্ত করার জন্য ব্রিটেনের প্রশংসা করছে।

এদিকে ফ্রান্সের আরোপিত নিষেধাজ্ঞার কারণে ইংল্যান্ডের দক্ষিনাঞ্চলে পণ্যবাহী ট্রাকের দীর্ঘ লাইন জমেছে বর্ডার এলাকায়।

এ বিষয়ে বিশ্বস্বাস্থ্য এক বিবৃতিতে জানায়, জরুরি পন্য সমূহ যেমন খাদ্য, ঔষধ এবং জ্বালানি সরবরাহকারী কার্গোগুলোকে তুলনামূলক আগে যেতে দেওয়া উচিত।

অন্যদিকে ডাব্লিউ এইচ ও বারবার বলেছে, করোনার নতুন ধরনের ভাইরাসটি টিকার কার্যকারিতার উপরে প্রভাব ফেলতে পারে এমন কোনো তথ্য এখনো পাওয়া যায়নি। সূত্র : রয়টার্স

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর