নাটোরের লালপুরে এক নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট: December 23, 2020 |
print news

নাটোরের লালপুর উপজেলায় নিজ ঘর থেকে এক নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত নববধূর নাম আইরিন খাতুন (২৩)।

বুধবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার জোতদৈবকী গ্রামে নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেছেন বলে জানান স্বজনরা।

নিহত আইরিন খাতুন একই এলাকার উপজেলার জোতদৈবকী গ্রামের রুবেল আলীর স্ত্রী।

জানা যায়, মাত্র ২২ দিন আগে রুবেল আলীর সঙ্গে আইরিন খাতুনের বিয়ে হয়।

বুধবার সকাল সাড়ে ৭টার দিকে আইরিন খাতুন সবার অজান্তে তার নিজ ঘরে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দেন।

পরিবারের লোকজন তার ঝুলন্ত মরদেহ দেখে পুলিশে খবর দেন। নিহত আইরিনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

লালপুর থানার ওসি সেলিম রেজা বলেন, নিহত গৃহবধূর ঝুরন্ত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

বৈশাখী নিউজফাজা

Share Now

এই বিভাগের আরও খবর