ড. আহমদ কায়কাউস আরো দুই বছর প্রধানমন্ত্রীর মুখ্য সচিব হিসেবে থাকবেন

আপডেট: December 24, 2020 |
print news

ড. আহমদ কায়কাউস আরো দুই বছর প্রধানমন্ত্রীর মুখ্য সচিব হিসেবে থাকছেন। তাঁর অবসরোত্তর ছুটি (পিআরএল) স্থগিতের শর্তে এ নিয়োগ দিয়ে আজ বুধবার (২৪ ডিসেম্বর) আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

আগামী ৩১ ডিসেম্বর অবসরে যাওয়ার কথা ছিল আহমদ কায়কাউসের। তাঁর পিআরএল মঞ্জুর করে আগের দিন বুধবার আদেশও জারি করেছিল জনপ্রশাসন মন্ত্রণালয়। নতুন আদেশে বলা হয়, আগামী ১ জানুয়ারি বা যোগদানের তারিখ থেকে আহমদ কায়কাউসের এ চুক্তিভিত্তিক নিয়োগ কার্যকর হবে।

আহমদ কায়কাউস বিদ্যুৎ বিভাগের জ্যেষ্ঠ সচিব থাকার সময় গত বছরের ২৯ ডিসেম্বর প্রধানমন্ত্রীর মুখ্য সচিব নিয়োগ পান। ১৯৮৪ ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা আহমেদ কায়কাউস বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব থাকার সময় তাকে ভারপ্রাপ্ত সচিবের পদমর্যাদায় বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন কাউন্সিলের চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়।

২০১৬ সালের ১৫ ডিসেম্বর বিদ্যুৎ বিভাগের ভারপ্রাপ্ত সচিব হন কায়কাউস। ২০১৭ সালের ২৩ ফেব্রুয়ারি সচিব পদে পদোন্নতি পান তিনি।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর