দরিদ্র মানুষের জন্য শীত নিবারণের কম্বল দিলেন তারকা ক্রিকেটার রুবেল

আপডেট: December 24, 2020 |

সারা দেশেই বয়ে চলেছে শৈত্যপ্রবাহ। করোনাকালীন সময়ে শিটের তীব্রতা বাড়তি ভোগান্তি ডেকে এনেছে জনজীবনে। দরিদ্র মানুষের জন্য ভোগান্তির মাত্রা বেশি। এমন পরিস্থিতিতে নিজ এলাকা বাগেরহাটের ১২০০ পরিবারের পাশে দাঁড়িয়েছেন জাতীয় দলের তারকা ক্রিকেটার রুবেল হোসেন।

সম্প্রতি স্থানীয় প্রশাসনের সহযোগিতায় বাগেরহাটের শীতার্ত ১২০০ পরিবারের হাতে শীত নিবারণের জন্য কম্বল তুলে দেন রুবেল। তার এই কার্যক্রমে সশরীরে উপস্থিত ছিলেন বাগেরহাট সদর থানার ওসি কে এম আজিজুল ইসলাম।

ফেসবুক পোস্টে রুবেল বলেন, করোনাকালের শুরু থেকে আমি চেষ্টা করেছি আমার সামর্থ্য অনুযায়ী অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর। আপনারা জানেন আমাদের দেশে প্রচন্ড শীত পড়েছে। এমন অবস্থায় আমার নিজ এলাকা বাগেরহাটে ১২০০ পরিবারের পাশে দাঁড়িয়েছি।’

রুবেল জানিয়েছেন, তিনি নিজ উদ্যোগ ও প্রচেষ্টায় খুঁজে খুঁজে আরও শীতার্ত মানুষকে সহযোগিতা করবেন। নিজের স্বীকৃত ফেসবুক পেইজে রুবেল বলেন, ‘শুধু তাই না। আরো নির্দিষ্ট কিছু পরিবার চিহ্নিত করে আমি নিজে থেকে রাতের বেলায় ঘরে ঘরে গিয়ে কম্বল পৌঁছে দেবো। চলতি শীতে আমার এই প্রচেষ্টা অব্যহত থাকবে ইনশাআল্লাহ। আমার এই চেষ্টায় সার্বিক সহযোগিতার জন্য আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই বাগেরহাট সদর থানার ওসি কে এম আজিজুল ইসলাম ভাইসহ তার সাথে সকল পুলিশ কর্মকর্তাদের।’

 

 

বৈশাখী নিউজফাজা

 

Share Now

এই বিভাগের আরও খবর