করোনাভাইরাসের টিকাদান কর্মসূচি শুরু হয়েছে যেসব দেশে

আপডেট: December 25, 2020 |

গত বছরের ডিসেম্বর মাসের শেষের দিকে করোনাভাইরাস শনাক্তের পর এখন পর্যন্ত মোট সাত কোটি ৯৭ লক্ষাধিক মানুষ আক্রান্ত হয়েছে এবং মারা গেছে সাড়ে ১৭ লাখ মানুষ।

করোনাভাইরাস মহামারি ঠেকাতে এরই মধ্যে ফাইজার/বায়োএনটেক, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এবং অ্যাস্ট্রাজেনেকার তৈরি টিকা, মডার্না, রাশিয়ার স্পুটনিক ভি টিকা বিশ্বের বিভিন্ন দেশে অনুমোদন পাচ্ছে।

চলতি বছরের ৮ ডিসেম্বর থেকে যুক্তরাজ্যে করোনাভাইরাসের টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রে এরই মধ্যে ফাইজার/বায়োএনটেক এবং মডার্নার তৈরি টিকা অনুমোদন পেয়েছে।

এছাড়া সংযুক্ত আরব আমিরাত, কানাডা, সৌদি আরব, ইসরায়েল, কাতার, মেক্সিকো, সার্বিয়া, কুয়েত, চিলি, রাশিয়া ও কোস্টা রিকায় টিকাদান কর্মসূচি শুরু হয়েছে।

সূত্র: বিবিসি, সিএনএন

বৈশাখী নিউজফাজা

Share Now

এই বিভাগের আরও খবর