বড়দিনের উৎসবে ফুটবল তারকারা

আপডেট: December 25, 2020 |
print news

নিজ দেশে স্ত্রী-সন্তানকে নিয়ে বড়দিন উৎযাপন করছেন আর্জেন্টিনা ও বার্সেলোনার অধিনায়ক লিওনেল মেসি। সামাজিক যোগাযোগ মাধ্যমে মেসি-রোকুজ্জোদের সেইসব ছবি ভেসে বেড়াচ্ছে। এবারের বড়দিনটা বেশ মধুরই কাটছে মেসির। এক ক্লাবের হয়ে পেলের সর্বোচ্চ গোলের রেকর্ড ভেঙে বড়দিনের ছুটিতে গেছেন আর্জেন্টাইন তারকা।

বড়দিনের উৎসব বেশ উপভোগ করছেন পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোও। ভক্তদের শুভেচ্ছা জানিয়ে ইনস্টাগ্রামে রোনালদো লিখেছেন, “শুভ বড়দিন! ভালোবাসা, সুস্বাস্থ্য ও সৌভাগ্য কামনা রইল।”

বড়দিনের শুভেচ্ছা জানিয়ে পিএসজির ব্রাজিলীয় তারকা নেইমার একটি ভিডিও পোস্ট করে বলেছেন, “শুভ বড়দিন, সাহসীরা!”

লিভারপুলের মিসরীয় তারকা মোহাম্মদ সালাহ পরিবার নিয়ে ক্রিসমাস ট্রি-র পাশে বসে একটি ছবি পোস্ট করেছেন টুইটারে। ক্যাপশনে দিয়েছেন ক্রিসমাস ট্রি-র ইমো।

সদ্য বর্ষসেরা হওয়া রবার্ট লেভানদোস্কি ও আনহেল ডি মারিয়ারা তাদের পরিবারের সঙ্গে ক্রিসমাস ট্রি-র সামনে তোলা ছবি পোস্ট করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। মায়ের সঙ্গে ছবি দিয়েছেন পিএসজি তারকা কিলিয়ান এমবাপ্পে।

 

সূত্র: গোলডটকম/ইন্সটাগ্রাম/টুইটার

বৈশাখী নিউজফাজা

Share Now

এই বিভাগের আরও খবর