বক্সিং ডে’তে ক্রিকেট যুদ্ধে অংশ নিবে ৬ টি দেশ

আপডেট: December 25, 2020 |
print news

বক্সিং ডে’তে শুধু অস্ট্রেলিয়া-ভারত ম্যাচই হবে না, এদিন শ্রীলংকার বিপক্ষে মাঠে নামবে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। অন্যদিকে, স্বাগতিক নিউজিল্যান্ড খেলবে পাকিস্তানের বিপক্ষে।

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টায় দ্বিতীয় টেস্টে স্বাগতিক অজিদের বিপক্ষে খেলতে নামবে ভারত। প্রথম ম্যাচ জিতে চার ম্যাচের বোর্ডার-গাভাস্কার সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে অস্ট্রেলিয়া।

বাংলাদেশ সময় ভোর ৪টায় কেন উইলিয়ামসনদের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হবে বাবর আজমহীন পাকিস্তান। টি-টোয়েন্টিতে ১-২ ব্যবধানে সিরিজ হেরেছে রিজওয়ান-হাফিজরা।

আর সেঞ্চুরিয়ানে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্টে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে সফরকারী শ্রীলঙ্কা। বাংলাদেশ সময় বিকেল ৪টায় শুরু হবে ম্যাচটি।

 

সূত্র:ক্রিকইনফো/ক্রিকবাজ

 

বৈশাখী নিউজদিপু

Share Now

এই বিভাগের আরও খবর