আগামী কয়েক সপ্তাহে পরিস্থিতি ভয়ঙ্কর হতে পারে : অ্যান্থনি ফাউসি

আপডেট: December 28, 2020 |

যুক্তরাষ্ট্রের সংক্রমণ রোগবিষয়ক শীর্ষ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউসি বলেছেন, করোনার সবচেয়ে খারাপ পরিস্থিতি এখনও আসেনি।

সামনে আরও ভয়ঙ্কর সময় অপেক্ষা করছে। বড়দিনের ছুটি শেষে করোনা দেশকে জটিল পরিস্থিতিতে নিয়ে যেতে পারে। খবর সিএনএনের।

এই উদ্বেগের কথা রোববার তিনি নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনকে জানিয়েছেন। এ সময় তিনি বাইডেনকে সতর্ক করে বলেন, আগামী কয়েক সপ্তাহে পরিস্থিতি ভয়ঙ্কর হতে পারে।

জো বাইডেনও বুধবার সতর্ক করে বলেছিলেন, জাতির অন্ধকার দিনগুলো আমাদের পেছনে নয়, সামনে রয়ে গেছে। চলতি বছর সেখানে বড়দিন ও নতুন বছরের ছুটিতে ভ্রমণ কম হলেও তা উল্লেখযোগ্যভাবেই চলছে।

গত মাসে থ্যাংকস গিভিং হলিডে শেষে যুক্তরাষ্ট্রে ডিসেম্বরে করোনা সংক্রমণ দ্রুত বেড়ে গেছে। সংক্রমণের সংখ্যা দুই লাখ এবং দৈনিক মৃত্যু তিন হাজার ছাড়িয়েছে।

এ পর্যন্ত দেশটির ২০ লাখ মানুষ টিকা পেয়েছে। বছরের শেষ নাগাদ দুই কোটি লোক টিকা পাবে বলে দেশটির প্রশাসন ঘোষণা দিয়েছে।

বৈশাখী নিউজবিসি

Share Now

এই বিভাগের আরও খবর