যুক্তরাজ্যে থেকে যারা দেশে আসবে, তাদের ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে : মন্ত্রিপরিষদ সচিব

আপডেট: December 28, 2020 |

যুক্তরাজ্যে করোনা পরিস্থিতি খারাপ হওয়ায় যারা দেশে আসবে, তাদের ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে।

সোমবার (২৮ ডিসেম্বর) সচিবালয়ে মন্ত্রিসভার  বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান।

গণভবন থেকে প্রধানমন্ত্রী এবং সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষ থেকে মন্ত্রীরা ভিডিও কনফারেন্সে যোগ দেন।  প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্ব করেন।

খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, ‘লন্ডন থেকে যেই আসুক, তার যদি গতকালকেরও (রিপোর্ট) নেগেটিভ থাকে, তারপরও তাকে অবশ্যই ১৪ দিনের প্রতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হবে। প্রধানমন্ত্রী আমাদের পরিষ্কার নির্দেশনা দিয়েছেন। কবে থেকে রাখা হবে তা মিটিংয়ে সিদ্ধান্ত হবে।’

 

বৈশাখী নিউজদিপু

Share Now

এই বিভাগের আরও খবর