স্পেনে করোনায় মৃত্যু ৫০ হাজার ছাড়াল

আপডেট: December 29, 2020 |

স্পেনে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ১৮ লাখ ৯৪ হাজার ৭২ জন এবং মারা গেছে ৫০ হাজার একশ ২২ জন।

জরুরি স্বাস্থ্য বিভাগের প্রধান ফার্নান্দো সাইমন এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, পরিসংখ্যান অনুসারে সংক্রমণের মাত্রায় এবং মৃত্যুর সংখ্যা হ্রাসের ক্ষেত্রে ‘স্থিতিশীলতা’ দেখা যাচ্ছে।

এরই মধ্যে দেশটিতে ফাইজার/বায়োএনটেক-এর তৈরি করোনা টিকা অনুমোদন দেওয়া হয়েছে। শুরুতে বয়স্কদের অগ্রাধিকার দিয়ে টিকার প্রথম ডোজ দেওয়া হচ্ছে।

সে দেশের স্বাস্থ্যমন্ত্রী সালভাদর ইলা বলেছেন, করোনাভাইরাসের টিকা নিতে যারা অস্বীকার করবেন, তাদের তালিকা করা হবে। সেই তালিকা ইউরোপীয় ইউনিয়নকে দেওয়া হবে।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর