গিনেস বিশ্ব রেকর্ড গড়েছে পাকিস্তানি বংশোদ্ভূত এক কানাডিয়ান পরিবার

সময়: 6:55 pm - December 30, 2020 | | পঠিত হয়েছে: 4 বার

একটু হিসেব কষে দেখুন তো, আপনাদের ভাই-বোনদের সম্মিলিত বয়স কত হবে? হিসাব কষার ফাঁকে বলে রাখি, ভাই-বোনদের সম্মিলিত বয়সের কারণে সম্প্রতি গিনেস বিশ্ব রেকর্ড গড়েছে পাকিস্তানি বংশোদ্ভূত এক কানাডিয়ান পরিবার।

কানাডায় ডি ক্রুজ পরিবারের ১২ ভাই-বোনের সম্মিলিত বয়স ১ হাজার ৪২ বছরের বেশি হওয়ায়, তা গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছে।

গিনেসের খবরে বলা হয়েছে, ডি ক্রুজ পরিবারের ১২ ভাইবোনের বয়স ৭৫ থেকে ৯৭ বছর বয়সের মধ্যে। গত ১৫ ডিসেম্বর যখন তাদের যৌথ বয়স হিসাব করা হয়, তখন তা দাঁড়ায় ১ হাজার ৪২ বছর ৩৬৫ দিন। সম্মিলিত সর্বোচ্চ বয়সের জন্য তাদেরকে বিশ্ব রেকর্ড দেওয়া হয়।

লন্ডনে বসবাসকারী এই পরিবারের সবচেয়ে কনিষ্ঠ সদস্য ৭৫ বছর বয়সি জেনিয়া কার্টার জানান, তার সবচেয়ে বড় ভাইবোন এখনও সুস্থ আছেন।

দ্য লন্ডন ফ্রি প্রেসকে তিনি বলেন, ‘আমি সবসময় গিনেস রেকর্ডকে বিশ্বের সবচেয়ে লম্বা বা সবচেয়ে খাটো ব্যক্তি বা এরকম কিছুর রেকর্ড বলে মনে করতাম। কিন্তু অবাক করার বিষয় হলো, তারা এমনকি আমাদের এই বিষয়টিকেও গণনা করেছেন। খুবই উত্তেজনাপূর্ণ একটি ব্যাপার এটি। আমার সকল ভাইবোনকে জীবিত রাখার জন্য আমি সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞ।’

 

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর