সন্ত্রাসীদের হামলায় সিরিয়ার ২৫ নাগরিক নিহত

আপডেট: December 31, 2020 |
print news

সিরিয়ার পূর্বাঞ্চলীয় দেইর আজ-যোর প্রদেশের সন্ত্রাসীদের হামলায় অন্তত ২৫ জন নাগরিক নিহত হয়েছে।

সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, বুধবার দেইর আজ-যোর প্রদেশের প্রধান সড়কে একটি বাস লক্ষ্য করে সন্ত্রাসীরা ওই হামলা চালায়। এতে ২৫ জন নিহত ও ১৩ জন আহত হয়েছে। তবে এ ব্যাপারে বিস্তারিত আর কিছু জানায়নি বার্তা সংস্থা সানা।

ব্রিটেনভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ এ হামলা চালিয়েছে। সিরিয়ান অবজারভেটরি দাবি করছে, ওই হামলায় সিরিয়ার ৩০ সেনা নিহত হয়েছে।

২০১১ সাল থেকে সিরিয়ায় বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসীরা সহিংসতা শুরু করেছে। পরে উপায়হীন হয়ে সিরিয়ার সরকার ইরান এবং রাশিয়ার কাছে সন্ত্রাসীদের মোকাবেলায় সহযোগিতা চায়। দেশ দু’টি শুরু থেকেই সিরিয়ার সরকারকে এ ব্যাপারে সহযোগিতা করে আসছে।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর