বাংলাদেশে আরব বসন্তের স্বপ্ন দেখে বিএনপির লাভ হবে না : হানিফ

আপডেট: December 31, 2020 |

বাংলাদেশে আরব বসন্তের স্বপ্ন দেখে বিএনপির লাভ হবে না বলে উল্লেখ করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাহবুব উল আলম হানিফ। তিনি বলেছেন, ‘এটা ইরাক বা মিসর নয়, এটা আরব নয় যেখানে আরব বসন্ত হবে।’

বুধবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় হানিফ এ কথা বলেন। ‘গণতন্ত্রের বিজয় দিবস’ পালন উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ ওই আলোচনা সভার আয়োজন করে।

আলোচনায় মাহবুব উল আলম হানিফ বিএনপির অতীত এবং বর্তমান রাজনীতির কড়া সমালোচনা করেন। তিনি বলেন, ‘এটা ইরাক বা মিসর নয়, এটা আরব নয় যেখানে আরব বসন্ত হবে। এটা বাংলাদেশ। আওয়ামী লীগ ওই মিসরের বা আরবের কোনো সংগঠন নয়। এই বাংলাদেশে, এই আওয়ামী লীগের শিকড় বাংলার মাটির গভীরে আছে। আওয়ামী লীগের লক্ষ লক্ষ কোটি নেতাকর্মী আছে। আপনাদের মতো এই অশুভ তৎপরতাকে রুখে দেওয়ার জন্য আওয়ামী লীগ যথেষ্ট শক্তিশালী, এটা মাথায় রাখবেন। এখানে আরব বসন্তের স্বপ্ন দেখে লাভ হবে না।’

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ মো. হুমায়ুন কবিরের সঞ্চালনায় আলোচনা সভায় আরো বক্তব্য দেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান, শিক্ষামন্ত্রী ও যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি, তথ্যমন্ত্রী ও যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ আবু আহম্মেদ মন্নাফী।

বৈশাখী নিউজদিপু

Share Now

এই বিভাগের আরও খবর