২০২১ সাল নিয়ে আশাবাদী বাংলাদেশের ক্রিকেটাররা

সময়: 6:49 pm - January 1, 2021 | | পঠিত হয়েছে: 4 বার

২০২০ সাল কষ্ট বেদনার বছর ছিল । এসেছে নতুন বছর। গেলো বছর করোনাভাইরাসের প্রকোপ এ বছর কেটে যাবে আশা প্রত্যেকের। দুর্বিষহ অবস্থা থেকে বেরিয়ে আসবে বিশ্ব এটাই চাওয়। বাংলাদেশের জাতীয় দলের ক্রিকেটাররাও ২০২১ সাল নিয়ে আশাবাদী।

সোশ্যাল মিডিয়ায় নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন মুশফিকুর রহিম, তামিম ইকবালরা। গেলো বছর অনেক কিছু শিখেছেন মুশফিক। বাংলাদেশের উইকেটপকিপার ব্যাটসম্যান নতুন শুরুর আশাবাদ ব্যক্ত করেছেন তার অফিসিয়াল ফেসবুক পেজে। স্ত্রী-সন্তানের ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘আরও একটা বছর চলে যাচ্ছে, আলহামদুলিল্লাহ সর্বশক্তিমান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে ও সুস্বাস্থ্যে রেখেছেন। আমরা জানি ২০২০ সাল অনেকেরই চরম দুর্দশায় কেটেছে।’

মুশফিক আরও লিখেছেন, ‘একই সঙ্গে বছরটা আমাদের শিখিয়েছে জীবনের অনেক ছোট ব্যাপারে নতুন করে চিন্তা করতে, যেগুলো আমরা হয়ত চিন্তাই করতাম না। নতুন বছরে যেন আমরা নিজেদের ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে নিজেদের আরও ভাল মানুষ হিসেবে তৈরি করতে পারি। জাতীয় দলের জার্সি গায়ে মাঠে নামতে তর সইছে না আমার। আশা করি সবার মুখে হাসি এনে দিতে পারবো ইনশাআল্লাহ। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা।’

তামিম তার ছেলে, মেয়ে ও স্ত্রীর ছবি পোস্ট করে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন, ‘আল্লাহ আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল করুন। নতুন বছর হোক সুস্বাস্থ্যময় ও সমৃদ্ধশালী।’ বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান স্ত্রী শিশিরের সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন, ‘নতুন বছর, নতুন শুরু।’

বাংলাদেশের অফ স্পিনার মেহেদী হাসান মিরাজ লিখেছেন, ‘২০২০ সাল আমাদের সবার জন্য খুব কঠিন সময় ছিল, ক্রিকেটের জন্য বাজে বছর। এই বছর ছিল কেবল টিকে থাকার। আমাদের বেশি কিছু করার ছিল না। প্রার্থনা করি যেন ২০২১ সাল আমাদের সবার জন্য নিরাপদ, স্থিতিশীল ও সুখের হয়। সামনের বছর দারুণ কাটুক। নতুন বছর শুভ হোক।’

টেস্ট দলের অধিনায়ক মুমিনুল হক লিখেছেন, ‘এই বছরটা সুখময় আর ইতিবাচকতায় পূর্ণ হোক। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা।’ জাতীয় দলের পেস তারকা রুবেল হোসেন তার ছেলের সঙ্গে ছবি পোস্ট দিয়ে করোনামুক্ত বছর দেখার আশাবাদ জানিয়েছেন, ‘আলহামদুলিল্লাহ, সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। করোনামুক্ত একটি সুন্দর পৃথিবীর অপেক্ষায়। সৃষ্টিকর্তার কাছে দোয়া করি, তিনি যেন প্রতিটি মানুষকে সুখে শান্তিতে রাখেন।’

Share Now

এই বিভাগের আরও খবর