বিজিবি ২০২০ সালে ৭৩৭ কোটি ৯৩ লক্ষাধিক টাকার চোরাচালান ও মাদকদ্রব্য জব্দ করেছে

আপডেট: January 4, 2021 |

২০২০ সালে বিজিবি অভিযান চালিয়ে ৭৩৭ কোটি ৯৩ লক্ষাধিক টাকার চোরাচালান ও মাদকদ্রব্য জব্দ করেছে। গতকাল রবিবার বর্ডার গার্ড বাংলাদেশের জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ২০২০ সালের জানুয়ারি হতে ডিসেম্বর পর্যন্ত দেশের সীমান্ত এলাকাসহ অন্যান্য স্থানে অভিযান চালিয়ে সর্বমোট ৭৩৭ কোটি ৯৩ লাখ ৬৯ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকারের চোরাচালান ও মাদকদ্রব্য জব্দ করতে সক্ষম হয়েছে।

জব্দকৃত মাদকের মধ্যে রয়েছে ১ কোটি ৮ লাখ ৮৯ হাজার ৮৪৯ পিস ইয়াবা ট্যাবলেট, ৫ লাখ ৩৫ হাজার ৮৬৯ বোতল ফেনসিডিল, ১ লাখ ১৫ হাজার ৭৯৯ বোতল বিদেশি মদ, ৬ হাজার ৩৩৯ লিটার বাংলা মদ, ১০ হাজার ৪১৬ ক্যান বিয়ার, ১৩ হাজার ৮৫৭ কেজি গাঁজা, ২২ কেজি ১৭ গ্রাম হেরোইন, ৪৬ হাজার ৬২১টি উত্তেজক ইনজেকশন, ৬৪ হাজার ১৬৯টি এ্যানেগ্রা/সেনেগ্রা ট্যাবলেট এবং ৩০ লাখ ২৪ হাজার ৯টি অন্যান্য ট্যাবলেট।

 

জব্দকৃত অন্যান্য চোরাচালান দ্রব্যের মধ্যে রয়েছে ৮৭ কেজি ৭৬৬ গ্রাম স্বর্ণ, ২১৬ কেজি ৭১৭ গ্রাম রুপা, ৩৩ হাজার ৩৬৬টি শাড়ি, ৯ হাজার ৪৪০টি থ্রিপিস/শার্টপিস, ১৪ হাজার ৯৬৭টি তৈরি পোশাক, ২১ হাজার ৪৮৭ মিটার থান কাপড়, ৯ লাখ ৫০ হাজার ৫৯৫ ঘনফুট কাঠ, ৩৮ লাখ ২৯ হাজার ৪৩০ কেজি চা পাতা এবং ৪১টি কষ্টিপাথরের মূর্তি।

একই সময়কালে উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ৩৩টি পিস্তল, ১টি রিভলবার, ৯০টি বন্দুক, ১০ হাজার ৪৭৩টি সব প্রকার গোলাবারুদ, ৩৫টি ম্যাগাজিন, ২ কেজি ২০০ গ্রাম গান পাউডার এবং ২০টি ককটেল।

বিজিবির অভিযানে ২০২০ সালে মাদক পাচারসহ অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ৩ হাজার ৫৯৪ জনকে আটকের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর