প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে ভারত সফর বাতিল করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় ভারতের প্রজাতন্ত্র দিবসে দেশটিতে সফর বাতিল করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।

ভারতীয় গণমাধ্যমে এ খবর প্রকাশিত হয়েছে। প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে ২৬ জানুয়ারির অনুষ্ঠানটিতে প্রধান অতিথি ছিলেন বরিস জনসন। মঙ্গলবার পূর্বনির্ধারিত ভারত সফর বাতিল করেন বরিস।

প্রজাতন্ত্র দিবসে উপস্থিত হতে পারবেন না জানিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে ফোন করে দুঃখ প্রকাশ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। করোনা সংক্রমণ বাড়তে থাকায় যুক্তরাজ্যে নতুন করে আবারও লকডাউনের ঘোষণা দেয়া হয়েছে।