ভারতে ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত সাড়ে ১৫ হাজার

ভারতে আগামীকাল শনিবার থেকে দেশজুড়ে শুরু হচ্ছে করোনার টিকাকরণ। তার ঠিক একদিন আগে দেশের করোনা চিত্রটা আরও খানিকটা স্বস্তি দিয়েছে।

শুক্রবার গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৫ হাজার ৫৯০ জন করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন, যা বৃহস্পতিবারের থেকে হাজার খানেক কম।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দেওয়া পরিসংখ্যান বলছে, ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৫ লাখ ২৭ হাজার ৬৮৩ জন। এছাড়া মোট মৃতের সংখ্যা ১ লাখ ৫১ হাজার ৯১৮ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১৯১ জনের। এই সংখ্যাটাও আগের দিনের থেকে সামান্য কম।
গত ২৪ ঘণ্টায় দেশে রোগমুক্ত হয়েছেন ১৫ হাজার ৯৭৫ জন। যা দৈনিক আক্রান্তের থেকে সামান্য কম। এছাড়া মোট অ্যাকটিভ কেস ২ লাখ ১৩ হাজার ২৭ জন। এখন পর্যন্ত করোনাজয়ীর সংখ্যা ১ কোটি ১ লাখ ৬২ হাজার ৭৩৮ জন। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে প্রায় ৭ লাখ ৩০ হাজার জনের। সূত্র : সংবাদ প্রতিদিন

বৈশাখী নিউজজেপা