১০৬ বছর বয়সেও চমক, করোনামুক্ত হলেন মাত্র দুই সপ্তাহেই!

আপডেট: January 15, 2021 |

তার নাম ম্যারি নিকলসন, বয়স ১০৬ বছর। এই বয়সেও চমক দেখালেন এই ব্রিটিশ নারী। মাত্র দুই সপ্তাহেই প্রাণঘাতী করোনাভাইরাস থেকে সুস্থ হয়ে উঠেছেন তিনি। নিজের জন্মদিনের ঠিক আগে আগে হাসপাতাল থেকে কেয়ার হোমে ফিরেছেন তিনি। খবর ডেইলি মেইল ও মেট্রো’র।

প্রতিবেদনে বলা হয়, ম্যারি নিকলসন জীবদ্দশায় দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও স্প্যানিশ ফ্লু মহামারী পার করে এসেছেন। এবার নববর্ষের আগের দিন করোনাভাইরাসে আক্রান্ত হন তিনি। কিন্তু এই দুর্যোগকেও শক্ত হাতে মোকাবিলা করেছেন তিনি।

নিকলসনের ডাক নাম পলি। তিনি বলেন, আইসোলেশন থেকে বের হওয়ার অনুভূতি ছিল অত্যন্ত আনন্দদায়ক।

সুস্থ হওয়ার পর শুভাকাঙ্খীদের কাছ থেকে অসংখ্য কার্ড ও উপহার পেয়েছেন তিনি।

পলি এখন মেরসিসাইড কাউন্টির সেইন্ট হেলেন শহরের এলিজাবেথ কোর্ট কেয়ার হোম কেয়ারের বাসিন্দা। সেখানকার কর্মীরাই ১২ জানুয়ারি তার জন্মদিন উদযাপন করেছে। তাকে গান গাইয়ে শুনিয়েছে। কেক কেটেছে। তাকে কার্ড ও উপহার দিয়েছে।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর