করোনা ভ্যাকসিন নিলেন তামিম-সৌম্যরা

আপডেট: February 18, 2021 |
print news

নিউজিল্যান্ড সফরের আগেই বৃহস্পতিবার করোনার ভ্যাকসিন নেবেন জাতীয় দলের ক্রিকেটাররা, সেটি জানা হয়েছে আগেই। আজ পূর্বনির্ধারিত পরিকল্পনা অনুযায়ীই ভ্যাকসিন নিচ্ছেন তামিম-সৌম্যরা।

কুর্মিটোলা হাসপাতালে একে একে ভ্যাকসিনেশনের আওতায় আসছেন জাতীয় দলের ক্রিকেটার ও স্টাফরা।

বেলা পৌনে ১১টার দিকে শুরু হয়েছে এই প্রক্রিয়া। সবার আগে ভ্যাকসিন নিয়েছেন ড্যাশিং ওপেনার সৌম্য সরকার, এর পর ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল।আগামী ২৪ ফেব্রুয়ারি নিউজিল্যান্ড যাওয়ার কথা টাইগারদের। তবে দল এখনো ঘোষণা হয়নি।

প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু জানিয়েছেন, বৃহস্পতিবার ক্রিকেটাররা ভ্যাকসিন নেয়ার পর শুক্রবার দল ঘোষণা করা হবে।

জাতীয় দলের প্রধান নির্বাচক এ বিষয়ে বলেন, যেহেতু করোনার টিকা নেবে ক্রিকেটাররা, তাই আমরা একদিন দেখে দল ঘোষণা করব।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর