শিগগিরই বাংলাদেশ থেকে করোনা ভাইরাস নির্মূল করব : পররাষ্ট্রমন্ত্রী

সময়: 6:52 pm - February 18, 2021 | | পঠিত হয়েছে: 4 বার

মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধে টিকা নিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) সকালে মহাখালী শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে তিনি এ টিকা (কোভিশিল্ড) নেন।

করোনা টিকা প্রদানের জাতীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশে অবস্থানরত কূটনীতিকদের করোনা টিকা প্রদানের কার্যক্রম অনুষ্ঠিত হচ্ছে আজ। অনুষ্ঠানে উপস্থিত হয়ে মন্ত্রী টিকা নেন।

টিকাদান শেষে তিনি বিভ্রান্তি ও অপপ্রচারে কান না দিয়ে সবাইকে করোনা টিকা নেওয়ার আহ্বান জানান।

এ সময় মন্ত্রী আরো বলেন, আপনারা জেনে তাজ্জব হবেন, আমেরিকা থেকে কিছু মানুষ বাংলাদেশে করোনার ভ্যাকসিন নিতে আসছেন। আমি তাদের জিজ্ঞেস করেছিলাম, আপনারা আমেরিকা থেকে দেশে আসছেন কেন? তখন তারা বলেন, আমেরিকায় কত দিন পরে ভ্যাকসিন পাওয়া যাবে, তার ঠিক নেই। তাই এই সময় তারা দেশে এসেছেন এবং ভ্যাকসিনও নিয়েছেন। তারা প্রবাসী, এক মাসের জন্য ছুটি নিয়ে দেশে এসেছেন।

করোনার ভ্যাকসিন প্রসঙ্গ উল্লেখ করে ড. মোমেন বলেন, অনেক উন্নত দেশ এখনো ভ্যাকসিন পাচ্ছে না। প্রত্যেককে আমরা ভ্যাকসিন দিতে চাই। কারণ প্রধানমন্ত্রী বিশ্বাস করেন, একটা লোকও যদি অসুস্থ থাকেন, তাহলে এই রোগ নির্মূল হবে না। আমরা শিগগিরই বাংলাদেশ থেকে করোনা ভাইরাস নির্মূল করব।

এদিন ওই হাসপাতালে বাংলাদেশে অবস্থিত বিভিন্ন দেশের কূটনীতিকরা করোনা টিকা নেন।

বৈশাখী নিউজইডি

 

 

Share Now

এই বিভাগের আরও খবর