ইয়েমেনি তেলবাহী জাহাজ মুক্ত করতে আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান

সময়: 2:08 pm - February 20, 2021 | | পঠিত হয়েছে: 2 বার

সৌদি আরবের হাতে আটক থাকা ইয়েমেনের কয়েকটি তেলবাহী জাহাজ মুক্ত করার জন্য আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানিয়েছে দেশটির জনগণ।

শুক্রবার রাজধানী সানায় জাতিসংঘ কার্যালয়ের সামনে সমবেত হয়ে ইয়েমেনের জনগণ এই আহ্বান জানান।

সৌদি আরব ইয়েমেনের এসব জাহাজ আটকের কারণে ইয়েমেনের জনগণ মারাত্মকভাবে জ্বালানি সংকটে ভুগছে।

আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হচ্ছে- সৌদি নেতৃত্বাধীন জোটের কবল থেকে এইসব তেলবাহী জাহাজ যদি আগামী কয়েকদিনের মধ্যে মুক্ত করা না হয় তাহলে জ্বালানির অভাবে ইয়েমেনের স্বাস্থ্যখাতসহ বিভিন্ন সেক্টরে মারাত্মক বিপর্যয় নেমে আসবে।

সৌদি জোটের হাতে বর্তমানে ইয়েমেনের ১৪টি তেলবাহী জাহাজ আটক রয়েছে। সৌদি জোটের হাত থেকে এসব জহাহাজ মুক্ত করা ও পরিস্থিতির উন্নতির জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ জরুরি।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর