ফেব্রুয়ারিতে রেমিট্যান্স এসেছে ১৫ হাজার ১৩৮ কোটি টাকা

আপডেট: March 2, 2021 |

চলতি বছরের ফেব্রুয়ারিতে ১৭৮ কোটি ডলার পাঠিয়েছেন প্রবাসীরা। যা বাংলাদেশি মুদ্রায় ১৫ হাজার ১৩৮ কোটি টাকার বেশি (প্রতি ডলার ৮৫ টাকা ধরে)। সোমবার (১ মার্চ) এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। ২০২০ সালে ফেব্রুয়ারিতে রেমিট্যান্স এসেছিল ১৪৫ কোটি ডলার।

করোনা মহামারির মধ্যেও প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সে নেতিবাচক প্রভাব পড়েনি। এতে বাংলাদেশের অর্থনীতির ভিত মজবুত হচ্ছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, চলতি অর্থবছরের আট মাসে (জুলাই-ফেব্রুয়ারি) রেমিট্যান্স এসেছে ১ হাজার ৬৬৮ কোটি ৭২ লাখ ডলার (বাংলাদেশি মুদ্রায় এক লাখ ৪২ হাজার কোটি টাকা)।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর