অবশেষে বনানী কবরস্থানেই সমাহিত শাহীন আলম

আপডেট: March 9, 2021 |

প্রথমে কিছুটা জটিলতা দেখা দিলেও অবশেষে রাজধানীর বনানী কবরস্থানেই দাফন করা হলো চিত্রনায়ক শাহীন আলমকে। মঙ্গলবার (৯ মার্চ) সকাল ১০টায় তার দাফন সম্পন্ন হয়। এ সময় চিত্রনায়ক ওমর সানি এবং শাহীন আলমের পরিবাবের সদস্যরা উপস্থিত ছিলেন।

এর আগে বাদ ফজর নিকেতন মসজিদে তার জানাজা হয়। সেখানে চলচ্চিত্র সংশ্লিষ্ট কাউকে দেখা যায়নি।

জানা গেছে, সকালে বনানী কবরস্থানে শাহীন আলমের লাশ দাফন করতে এসে চরম বিপাকে পড়েন তার ছেলে ফাহিম আলম। অসহায়ের মতো কবরস্থানের সামনে বাবার মরহেদ নিয়ে দাঁড়িয়ে ছিলেন তিনি।

যদিও সকালে বাবার মরদেহ নিয়ে কিছু সময় কবরস্থানের বাইরেই অপেক্ষা করতে হয়েছিল শাহীন আলমের ছেলে ফাহিম আলমকে। ঢাকা উত্তর সিটির মেয়রের অনুমতি না পাওয়া পর্যন্ত মরদেহ দাফন করতে দিচ্ছিলেন কবরস্থান কর্তৃপক্ষ। অবশেষে সেই অনুমতি মিলেছে।

শাহীন আলমের দাফনের সময় সেখানে উপস্থিত ছিলেন তার পরিবারের সদস্যরা এবং নব্বইয়ের দশকের আরেক চিত্রনায়ক ওমর সানী।

সোমবার রাত ১০টার দিকে পুরান ঢাকার আজগর আলী হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় মারা যান চিত্রনায়ক শাহীন আলম। তার দুটি কিডনিই বিকল ছিল। পাশাপাশি ডায়াবেটিসেও ভুগছিলেন। এছাড়া মৃত্যুর আগে তিনি করোনায়ও আক্রান্ত হয়েছিলেন।

শাহীন আলম অভিনীত সিনেমাগুলোর মধ্যে ‘ঘাটের মাঝি’, ‘এক পলকে’, ‘প্রেম দিওয়ানা’, ‘চাঁদাবাজ’, ‘প্রেম প্রতিশোধ’, ‘টাইগার’, ‘রাগ-অনুরাগ’, ‘দাগি সন্তান’, ‘বাঘা-বাঘিনী’, ‘স্বপ্নের নায়ক’, ‘আরিফ লায়লা’, ‘আঞ্জুমান’, ‘অজানা শত্রু’, ‘গরিবের সংসার’, ‘দেশদ্রোহী’, ‘আমার মা’, ‘পাগলা বাবুল’, ‘তেজী’, ‘শক্তির লড়াই’, ‘দলপতি’, ‘পাপী সন্তান’, ‘ঢাকাইয়া মাস্তান’, ‘বিগবস’, ‘বাবা’, ‘বাঘের বাচ্চা’, ‘বিদ্রোহী সালাউদ্দিন’, ‘তেজী পুরুষ’ ইত্যাদি অন্যতম।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর