তেল রক্ষায় আবারও উত্তর সিরিয়ায় ঢুকলো মার্কিন সেনারা

আপডেট: March 15, 2021 |

মার্কিন সেনারা অস্ত্র ও সামরিক রসদ নিয়ে সিরিয়ার উত্তরাঞ্চলে প্রবেশ করেছে। সেনাবহরের দলটি ইরাকের আধা স্বায়ত্বশাসিত কুর্দি অঞ্চল থেকে সিরিয়ায় প্রবেশ করে।সূত্র: পার্সটুডে

স্থানীয় সূত্রের বরাত দিয়ে রাশিয়া টুডে’র আরবি বিভাগ জানিয়েছে, মার্কিন এই সামরিক বহরে ৪৫টি ট্রাক ছিল। এতে সামরিক সরঞ্জামাদি, ফোর হু্ইল ড্রাইভ গাড়ি এবং জ্বালানি পণ্য ছিল। আর বহরটি ইরাকের ওয়ালিদ সীমান্ত পেরিয়ে সিরিয়ার ভেতরে ঢোকে।

সিরিয়ার হাসাকা ও দেইর আয-জাওয়ার প্রদেশে মোতায়েন সামরিক বাহিনীর অবস্থানের দিকে মার্কিন বহর এগিয়ে গেছে বলে স্থানীয় সূত্র জানায়। মার্কিন সেনা সদরদপ্তর পেন্টাগন দাবি করে আসছে- সিরিয়ার তেলক্ষেত্রগুলো সন্ত্রাসীদের হাতে যাতে না পড়ে সেজন্য তারা ওই এলাকায় সেনা মোতায়েন করেছে।
কিন্তু, প্রকৃতপক্ষে তারা উগ্র দায়েশ সন্ত্রাসীদের হাতে পড়া থেকে ঠেকাতে পারে নি দেশটির তেলক্ষেত্রগুলো। ‍

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর