৩৫ ডলারের বাটি নিলামে ৫ লাখ ডলার!

সময়: 11:19 am - March 15, 2021 | | পঠিত হয়েছে: 2 বার

ধবধবে সাদা রঙের পোর্সেলিনের উপর নীল রঙের ফুলের কাজ। খুবই সুন্দর বাটিটি। বাড়ির কাছের এক দোকান থেকে বাটিটি কিনেছিলেন আমেরিকার কানেকটিকাটের নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি। দাম পড়েছিল ৩৫ ডলার। বাড়ি ফিরে বাটিটিকে ভাল করে দেখে তিনি বুঝতে পারেন, এটি সাধারণ বাটি নয়।

সঙ্গে সঙ্গে তিনি ছুটে যান এক পুরাতত্ত্ববিদের কাছে। বাটি পরীক্ষা করে তিনি যা বললেন, তাতে চোখ কপালে উঠল ওই ব্যক্তির।

জানা গেল, বাটিটি ১৫ শতকের মিং সাম্রাজ্যের সময়কার। ১৩৬৮ থেকে ১৬৪৪ সাল পর্যন্ত চীনে মিং সাম্রাজ্যের আধিপত্য ছিল। সে সময়েই রাজাদের জন্য মূল্যবান এই ধরনের পোর্সেলিনের বাসনপত্র ইত্যাদি ব্যবহার করা হতো।

কিন্তু এ রকম ঐতিহাসিক গুরুত্বপূর্ণ একটি জিনিস চীন থেকে আমেরিকায় কীভাবে পৌঁছাল, তা ভেবেও আশ্চর্য হচ্ছেন বিশেষজ্ঞরা। কিন্তু দামি এই বাটি নিয়ে কী করবেন ওই ব্যক্তি? ঠিক করেছেন বাটিটি নিলামে তুলবেন তিনি।

বিশেষজ্ঞদের কাছ থেকে যাচাই করে ঐতিহাসিক গুরুত্বসম্পন্ন বাটিটির দামও তিনি জেনে নিয়েছেন। জানলেন এর দাম ৩ লাখ থেকে ৫ লাখ ডলার। আগামী ১৭ মার্চ তা নিলামে উঠবে।সূত্র : জিনিউজ ও সিএনএন

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর