সিভিল এভিয়েশন ও রেলওয়ের বিরুদ্ধে মামলা করা হবে: মেয়র আতিক

আপডেট: March 15, 2021 |

মেয়র মো. আতিকুল ইসলাম বলেন, মশা নিধন কার্যক্রমে সহযোগিতা না করায় সিভিল এভিয়েশন ও রেলওয়ের বিরুদ্ধে নিয়মিত মামলা করবে ঢাকা উত্তর সিটি করপোরেশন।

আজ সোমবার সকালে রাজধানীর আশকোনায় ৪৯ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় মশা নিধনে ক্রাশ প্রোগ্রাম পরিদর্শন করে এ কথা বলেন তিনি।

এ সময় তিনি বলেন, ঐক্যবদ্ধ প্রচেষ্টা ছাড়া মশা নিধন সম্ভব নয়। প্রয়োজনীয় জনবল ও লজিস্টিকস না থাকলেও সংকট নিরসনে চেষ্টা করছে সিটি করপোরেশন।

মেয়র আরও জানান, মশা নিধনে নিযুক্ত কর্মীদের বায়োমেট্রিক সিস্টেমে হাজিরার ব্যবস্থা করা হচ্ছে। এ ছাড়া কর্মীদের তদারকি করতে নতুন করে ২৫ জন সুপারভাইজার নিয়োগ দেয়া হয়েছে।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর