শরীরে করোনাভাইরাসের টিকা নিলে রোজা ভঙ্গ হবে না: ইসলামিক ফাউন্ডেশন

আপডেট: March 15, 2021 |

রোজা রেখে করোনাভাইরাসের টিকা নেওয়া যা‌বে ব‌লে জা‌নি‌য়ে‌ছে ইসলামিক ফাউন্ডেশন।

সোমবার (১৫ মার্চ) ধর্ম মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ আনোয়ার হোসাইন স্বাক্ষ‌রিত এক সংবাদ বিজ্ঞ‌প্তিতে এ তথ‌্য জানা‌নো হ‌য়ে‌ছে।

এ‌তে বলা হয়, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. নূরুল ইসলামের উপ‌স্থি‌তি‌তে রোববার ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ড. মো.  মুশফিকুর রহমানের সভাপতিত্বে দেশের বরেণ্য উলামায়ে কেরাম এবং ইসলামিক ফাউন্ডেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সমন্বয়ে এক মতবিনিময় সভা হয়। সভায় পবিত্র রমজান মাসে কোভিড-১৯ এর চলমান টিকা কার্যক্রম বিষয়ে আলোচনা হয় এবং দেশের জনগণের স্বাস্থ্য নিরাপত্তা ও জীবন রক্ষার স্বার্থে করোনার টিকা নেওয়ার প্রতি গুরুত্বারোপ করা হয়।

আলোচনায় উপস্থিত আলেম সমাজ সর্বসম্মতভাবে একমত হয়েছেন, যেহেতু করোনাভাইরাসের টিকা মাংসপেশিতে গ্রহণ করা হয় এবং তা সরাসরি খাদ্যণালী ও পাকস্থলিতে প্রবেশ করে না, সেহেতু রমজান মাসে রোজাদার ব্যক্তি দিনের বেলায় শরীরে করোনাভাইরাসের টিকা নিলে রোজা ভঙ্গ হবে না।

উল্লেখ্য যে, এ মর্মে মুসলিম বিশ্বের শীর্ষস্থানীয় আলেমরাও এ্রই অভিমত দিয়েছেন।

বৈশাখী নিউজএপি

Share Now

এই বিভাগের আরও খবর