বেইজিংয়ে ভয়ঙ্কর ধূলিঝড়

আপডেট: March 16, 2021 |

চীনের রাজধানী বেইজিংয়ে গত ১০ বছরের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর ধূলিঝড় হয়েছে। সোমবার হঠাৎ করেই ধেয়ে আসা এ বিপদের মুখে পড়ে পুরো শহর হলুদ বর্ণের আকার ধারণ করেছে। মঙ্গোলিয়ান মালভূমি থেকে আসা ধূলোঝড়ের জেরেই এ বিপত্তির সৃষ্টি। বিপাকে পড়ে বন্ধ রাখা হয় চার শতাধিক ফ্লাইট।

বিবিসির খবরে বলা হয়েছে, ধুলোঝড়ে অবস্থা এমন হয়েছে যে সূর্যের আলোও কিছু জায়গায় প্রবেশ করতে পারেনি। দিনের বেলাতেও কিছু জায়গাতে লাইট জ্বালাতে হয়। রাস্তায় গাড়িগুলোকে হেডলাইট জ্বালিয়ে ড্রাইভ করতে হচ্ছিল।

বায়ুর মানের অবস্থা দেখে চীনা বিজ্ঞানীরা একে ‘সবচেয়ে মারাত্মক’ আখ্যা দিয়েছেন।
বেইজিংয়ের বাসিন্দাদের বাড়ি ও রাস্তায় লাইট জ্বালাতে হয়। দিনকে দিন বলে মনেই হচ্ছিল না, যেন এটি কোনো বিকেল বা সন্ধ্যা। পুরো শহর ঘন হলদেটে ধোঁয়াশায় ঢাকা পড়ে যায়। গত এক দশকে এমন বিপর্যয় দেখেনি বেইজিংবাসী।

চীনের আবহাওয়া কর্তৃপক্ষ সোমবার বেইজিংসহ আশপাশের এলাকায় এই ধুলোঝড় সম্পর্কিত সতর্কতাও জারি করে। শুধু বেইজিং না, শহরটির চারপাশের কিছু এলাকা যেমন, গান্সু, শাংসি, হেবেই এলাকাতেও এ ধুলোঝড় দেখা গেছে।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর