না ফেরার দেশে ব্যারিস্টার মওদুদ আহমদ

আপডেট: March 16, 2021 |

সাবেক উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও আইনমন্ত্রী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ আর নেই(ইন্নালিল্লাহি….রাজিউন)। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৭টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

১ মার্চ মধ্য রাতে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে উন্নত চিকিৎসার জন্য স্ত্রী হাসনা মওদুদকে নিয়ে ঢাকা থেকে সিঙ্গাপুরের উদ্দেশে রওনা দেন ব্যারিস্টার মওদুদ আহমদ। উন্নত চিকিৎসার জন্য ২ মার্চ সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি হন তিনি। এর আগে রক্তে হিমোগ্লোবিনের পরিমান কমে যাওয়া ও বুকে ব্যথার কারণে গুরুতর অসুস্থ্য হয়ে গতবছর ২৯ ডিসেম্বর গুলশানের বাসা থেকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। এরপর স্বাস্থ্যের আরও অবনতি হলে মেডিকেল বোর্ডের পরামর্শে ৭ জানুয়ারি তার হৃদযন্ত্রে স্থায়ী পেস মেকার স্থাপন করা হয়। কিছুটা সুস্থ হলে ২২ দিন চিকিৎসা নেয়ার পর ২০ জানুয়ারি ব্যারিস্টার মওদুদ আহমদ গুলশানের বাসায় ফিরে যান। তবে এভার কেয়ার হাসপাতালের ডাক্তারদের পরামর্শে গুলশানের বাসায় অবস্থান করেও প্রয়োজনীয় চিকিৎসা নেন তিনি। পরে চিকিৎসকদের পরামর্শেই তিনি সিঙ্গাপুর গিয়ে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি হন।

বৈশাখী নিউজএপি

Share Now

এই বিভাগের আরও খবর