নতুন আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র তৈরি করছে কিমের দেশ

আপডেট: March 18, 2021 |

সারাবিশ্ব করোনায় নাজেহাল হলেও অস্ত্র তৈরি থামাচ্ছে না উত্তর কোরিয়া। খাদ্যাভাবসহ নানা সমস্যায় জর্জরিত কিম জং উনের এই দেশ প্রচুর টাকা খরচ করে নতুন আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র তৈরি করছে।

এমনই এক সতর্কবার্তা দিয়েছেন শীর্ষ মার্কিন সেনার নর্দার্ন কমান্ডের প্রধান। তিনি জানিয়েছেন, একনায়ক কিম জং উনের নিশানায় রয়েছে আমেরিকা। শীঘ্রই নতুন আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করতে চলছে পিয়ংইয়ং।

বলা হচ্ছে, স্যাটেলাইট চিত্রে দেখা যাচ্ছে উত্তর কোরিয়ার আনবিক কেন্দ্রেও গতিবিধি বেড়েছে। সেখানে পারমাণবিক বোমা তৈরির জন্য ইউরেনিয়ম সমৃদ্ধ করা হয়। যা প্রতিহতে সক্ষম যুক্তরাষ্ট্র। সূত্র : সংবাদ প্রতিদিন।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর