টাইটানিকে ক্যাপ্টেন স্মিথের চরিত্রে অভিনয় করা বার্নার্ড হিল আর নেই

আপডেট: May 6, 2024 |
boishakhinews 31
print news

প্রয়াত হলেন ‘টাইটানিক’ ও ‘দ্য লর্ড অফ দ্য রিংস’খ্যাত অভিনেতা বার্নার্ড হিল। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর। কিংবদন্তি এই অভিনেতার চলচ্চিত্র, টেলিভিশন এবং থিয়েটারে বর্ণাঢ্য ক্যারিয়ার ছিল।

অভিনেত্রী ও গায়িকা বারবারা ডিকসন তাঁর এক্স অ্যাকাউন্টে (টুইটার) বার্নার্ড হিলের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

সেই সঙ্গে তিনি নিজের সঙ্গে প্রয়াত অভিনেতার এক সাদা-কালো ছবি পোস্ট করেছেন। ক্যাপশনে লিখেছেন, ‘প্রবল দুঃখের সঙ্গে জানাচ্ছি যে বার্নার্ড হিলের মৃত্যু হয়েছে। সত্যিই এক অনবদ্য দুর্দান্ত অভিনেতা। তাঁর সঙ্গে আলাপ হওয়া সত্যিই সৌভাগ্যের।

চিরশান্তিতে থেকো বেনি, বার্নার্ড হিল।

 

বার্নার্ড হিল ইংল্যান্ডের ম্যাঞ্চেস্টারে জন্মগ্রহণ করেন। বিবিসি টিভির জনপ্রিয় ড্রামা ‘বয়েজ ফ্রম দ্য ব্ল্যাকস্টাফ’-এ ইয়োসের হিউজের চরিত্রে অভিনয় করে তিনি বিশেষ খ্যাতি অর্জন করেন। ১৯৯৭ সালে জেমস ক্যামেরনের ‘টাইটানিক’ সিনেমায় তাঁকে ক্যাপ্টেন এডওয়ার্ড স্মিথের চরিত্রে দেখা যায়।

দুর্ভাগ্যজনক আরএমএস টাইটানিকের নির্মম অথচ দুঃখজনক কমান্ডার হিসেবে দেখা যায় তাঁকে। তাঁর অভিনয় ঐতিহাসিক ওই চরিত্রে আলাদা গভীরতা যোগ করে, অত্যন্ত দক্ষতার সঙ্গে তিনি একজন ক্যাপ্টেনের উদারতা ও করুণ দিক ফুটিয়ে তোলেন।
একইভাবে তিনি নজর কাড়েন পিটার জ্যাকসনের ‘দ্য লর্ড অফ দ্য রিংস’ ট্রিলজিতেও। রোহানের রাজা থিওডেনের চরিত্রে অভিনয় করতে দেখা যায় হিলকে। একজন পরিচালিত রাজা থেকে একজন সাহসী রাজায় রূপান্তরের গল্প দর্শকের মনে দাগ কাটে, বিশেষ করে হেলমস ডিপের যুদ্ধের মতো স্মরণীয় দৃশ্যে তিনি মন জয় করেন।

Share Now

এই বিভাগের আরও খবর