নরসিংদীর মনোহরদীতে মাস্ক পরিধান না করায় জরিমানা

আপডেট: March 23, 2021 |

নরসিংদীর মনোহরদীতে মাস্ক পরিধান না করায় এবং স্বাস্থ্যবিধি অমান্য করায় সংক্রামক আইন,২০১৯ অনুযায়ী ৫ টি মামলায় ৪৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।

করোনা ভাইরাস (কোভিড-১৯)প্রতিরোধের স্বাস্থ্য সচেতনতার বৃদ্ধির অংশ হিসেবে নরসিংদীর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইনের নির্দেশে এবং মনোহরদীর উপজেলা নির্বাহী কর্মকর্তা এএসএম কাসেম এর তত্ত্বাবধানে মনোহরদীর সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ইকবাল হাসান এর নেতৃত্বে মনোহরদীতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
মনোহরদী থানার পুলিশ এ সময় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এর সাথে থেকে,আইন শৃংখলা রক্ষায় সার্বিকভাবে সহযোগিতা প্রদান করে।
স্বাস্থ্যবিধি প্রতিপালন না করায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয় ও জনসচেতনতা করা হয়।
তাছাড়া অত্র বাজারের যে সকল স্থানে জনসমাগম বেশি হয় এরকম স্থান সমূহে আইন অমান্য কারীদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এসময় উপজেলা ও,ভূমি প্রশাসনের কর্মকর্তা বৃন্দ ও এক্সিকিউটিউ ম্যাজিস্ট্রেট কোর্টের পেশকার সার্বিকভাবে সাহায্য প্রদান করেন।

Share Now

এই বিভাগের আরও খবর