চট্টগ্রামে আরও ২৫৫ জনের করোনা শনাক্ত

আপডেট: March 26, 2021 |
print news

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২৫৫ জন করোনাভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন। এ নিয়ে চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৮ হাজার ৭৫৫ জনে।

আজ শুক্রবার সকালে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, এদিন কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাব ও চট্টগ্রামে ৭টি ল্যাবে মোট ২ হাজার ১৩৩টি নমুনা পরীক্ষা হয়। এর মধ্যে ২৫৫ জনের করোনা শনাক্ত হয়।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষায় ২৫৫ জন নতুন আক্রান্ত শনাক্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে নগরের ২১৩ জন এবং উপজেলার ৪২ জন বাসিন্দা রয়েছেন।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর