অলিখিত ফাইনালে ভারতের রানপাহাড়

জিতলে সিরিজ নিশ্চিত। হারলে ট্রফি হাতছাড়া। এমন সহজ সমীকরণের ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নেমে উড়ন্ত সূচনা করেছে ভারত।

ওপেনার রোহিত শর্মা ও শিখর ধাওয়ানের দায়িত্বশীল ব্যাটিংয়ে কোনো উইকেট না হারিয়ে ১০৩ রান করা ভারত এরপর ৫৪ রানের ব্যবধানে হারায় ৫ উইকেট। ৩৭ বলে ৩৭ রান করেন রোহিত শর্মা, ৫৬ বলে ৬৭ রান করেন অন্য ওপেনার ধাওয়ান। ১০ বলে ৭ রানে মঈন আলীর স্পিনে বোল্ড অধিনায়ক বিরাট কোহলি। আগের ম্যাচে সেঞ্চুরি করা লোকেশ রাহুল ফেরেন ১৮ বলে ৭ রানে।

১৫৭ রানে ৫ উইকেট পতনের পর দলের হাল ধরেন ঋষভ পন্থ ও হার্দিক পান্ডিয়া। ষষ্ঠ উইকেটে ৯৯ রানের জুটি গড়েন তারা। ৬২ বলে দলীয় সর্বোচ্চ ৭৮ রান করে আউট হন পন্থ। ৪৪ বলে ৬৪ রানে ফেরেন পান্ডিয়া।

শেষদিকে একের পর এক উইকেট পতনের কারণে সাড়ে তিনশ’ ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা জাগানো ভারত শেষ পর্যন্ত ৪৮.২ ওভারে ৩২৯ রানে অলআউট হয়। ২১ বলে ৩০ রান করেন শার্দুল ঠাকুর, ৩৪ বলে ২৫ রান করেন করুনাল পান্ডিয়া। ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ তিন উইকেট নেন মার্ক উড, দুই উইকেট নেন আদিল রশিদ।

বৈশাখী নিউজজেপা