জাদুকর বেশে আসছেন অক্ষয় কুমার

আপডেট: March 28, 2021 |
print news

বলিউডের জনপ্রিয় অভিনেতা অক্ষয় কুমার নতুন নতুন চরিত্রে পর্দায় হাজির হতে ভালোবাসেন। এবার বড় পর্দায় জাদুকর হচ্ছেন এই অভিনেতা। আনন্দ এল রায় পরিচালিত ‘অতরঙ্গি রে’ ছবিতে অক্ষয়ের লুক প্রকাশ পেয়েছে সামাজিক মাধ্যমে। যেখানে দেখা যাচ্ছে তাকে জাদুকরের পোশাকে।

ক্যাপশনে অক্ষয় জানান, ছবিটির শুটিংয়ের শেষ দিন শনিবার ছিল । তা স্মরণীয় করতেই ছবিটি প্রকাশ করেছেন। ‘অতরঙ্গি রে’ ছবিটি রোম্যান্টিক গল্পে নির্মিত হচ্ছে। এতে নায়িকা সারা আলী খান। তাকে দেখা যাবে দ্বৈত চরিত্রে। পাশাপাশি দক্ষিণী অভিনেতা ধানুশও অভিনয় করেছেন। এ বছরের ৬ আগস্ট মুক্তি পাওয়ার কথা রয়েছেন ‘অতরঙ্গি রে’।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর