সুদানের দারফুরে সংঘর্ষে নিহত ৪০, আহত ৫৮

সময়: 1:33 pm - April 6, 2021 | | পঠিত হয়েছে: 3 বার

সুদানের পশ্চিমাঞ্চলীয় দারফুর রাজ্যে তিন দিনের সংঘর্ষে অন্তত ৪০ জন নিহত এবং ৫৮ জন আহত হয়েছে। সোমবার (৫ এপ্রিল) জাতিসংঘ এ তথ্য জানায়।

চাদ সীমান্তবর্তী পশ্চিম দারফুরের রাজধানী আল জেনিনার বাসিন্দারা জানান, সোমবার ভোরে বন্দুকযুদ্ধ শুরু হয়। প্রত্যক্ষদর্শীরা বলছেন, আকাশে ধোঁয়ার কুন্ডলী উঠতে দেখা গেছে। এছাড়া সহিংসতা থেকে রক্ষা পেতে লোকজন ওই এলাকা ছেড়ে পালিয়ে যাচ্ছে।

জাতিসংঘের মানবিক সমন্বয় কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ৩ এপ্রিল থেকে শুরু হওয়া এ সংঘর্ষে ৪০ জন লোক মারা গেছে। এতে আরও বলা হয়, আল জেনিনা শহরে আরব ও অনারব জাতিগত গ্রুপের মধ্যে এ সংঘর্ষ ঘটে। শহরে উত্তেজনা চলছে।

এ ঘটনায় সুদানের প্রতিরক্ষা পরিষদ পশ্চিম দারফুরে জরুরি অবস্থা জারি এবং সেনা মোতায়েন করেছে।

জাতিসংঘের হিসেব মতে, দারফুর অঞ্চলে ২০০৩ সালে শুরু হওয়া গৃহযুদ্ধে প্রায় তিন লাখ লোক প্রাণ হারিয়েছে এবং ২৫ লাখ লোক বাস্তুচ্যুত হয়েছে। ওই অঞ্চলে জাতিসংঘ ও আফ্রিকান ইউনিয়ন গত ৩১ ডিসেম্বর তাদের শান্তিরক্ষা মিশন শেষ করে। এ কারণে এখানকার বাসিন্দারা আবারও সহিংসতা ছড়িয়ে পড়ার আশংকা করছেন।

এর আগে গত জানুয়ারিতে সংঘর্ষে ২শ’রও বেশি লোক নিহত হয়েছে, যা বিগত কয়েক বছরের মধ্যে সবচেয়ে ভয়ংকর রক্তপাতের ঘটনা। -বাসস।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর