লকডাউনে জরুরি দলিল নিবন্ধন চালু থাকবে

করোনা ভাইরাস সংক্রমণ রোধে ঘোষিত বিধিনিষেধ তথা লকডাউনে জরুরি দলিল নিবন্ধন করার নির্দেশনা দিয়েছে সরকার।

আজ মঙ্গলবার (৬ এপ্রিল) নিবন্ধন অধিদপ্তরের মহাপরিদর্শক শহীদুল আলম ঝিনুক স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বাংলাদেশ সরকারের মন্ত্রপরিষদ বিভাগের মাঠ প্রশাসন সমন্বয় অধিশাখা কর্তৃক গত ৪ এপ্রিল ইস্যুকৃত স্বারক অনুযায়ী স্বাস্থ্যবিধি পালন করে সামাজিক/শারীরিক দূরত্ব বজায় রেখে জরুরি দলিল নিবন্ধন করার জন্য সংশ্লিষ্ট সাব-রেজিস্টারগণকে বলা হলো।’

উক্ত স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব নিশ্চিত করার জন্য প্রয়োজনে স্থানীয় প্রশাসনের সহযোগিতা নেওয়া যেতে পারে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

প্রসঙ্গত, করোনার সংক্রমণ প্রতিরোধে গত ৫ এপ্রিল থেকে সারাদেশে জনসাধারণের চলাচলের ওপর এক সপ্তাহের নিষেধাজ্ঞা ঘোষণা করে সরকার। গত ৪ এপ্রিল এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে সরকারের মন্ত্রিপরিষদ বিভাগ।

বৈশাখী নিউজজেপা