ইসরাইলি জাহাজে হামলা

আপডেট: April 14, 2021 |
print news

সংযুক্ত আরব আমিরাতের উপকূলে ইহুদিবাদী ইসরাইলের মালিকানাধীন একটি জাহাজে হামলা হয়েছে।

হাইপেরিয়ন নামে এ জাহাজটি ইসরাইল সরকারের পিসিসি কোম্পানির সঙ্গে যুক্ত।

ইরানভিত্তিক সংবাদমাধ্যম পার্সটুডে এ খবর প্রকাশ করেছে।

খবরে বলা হয়, মধ্যপ্রাচ্যের বিভিন্ন গণমাধ্যম বলছে আরব আমিরাতের ফুজায়রার কাছে জাহাজটি হামলার শিকার হয়। কোনো কোনো গণমাধ্যম হামলার জন্য ইরানকে দায়ী করেছে। তবে ইসরাইল এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি।

গত ফেব্রুয়ারি মাসে ইসরাইলের আরেকটি জাহাজে এই এলাকায় হামলা চালানো হয়। এসব ঘটনায় ইসরাইলের নিরাপত্তা কর্মকর্তারা উ্দ্বিগ্ন হয়ে পড়েছেন।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর