করোনার কারণে এবার বৈশাখ প্রাণহীণ : ওবায়দুল কাদের

আপডেট: April 14, 2021 |
print news

করোনার কারণে এবার বাংলা নববর্ষ বরণের অনুষ্ঠান এবং সেই জৌলুস না থাকার বিষয়টিকে ‘প্রাণহীণ বৈশাখ’ হিসেবে অভিহিত করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেন, ‘এবারকার বৈশাখ এসেছে প্রাণহীন এক বৈরী পরিবেশে, জীবনের এক নিষ্ঠুর বার্তাবরণে।’

বুধবার (১৪ এপ্রিল) রাজধানীর সংসদ ভবন এলাকায় সরকারি বাসভবনে সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের পক্ষে দেশের সর্বস্তরের জনগণকে বাংলা নববর্ষ ও পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানান তিনি।

ওবায়দুল কাদের বলেন, ‘করোনাকবলিত বাংলাদেশে আবার এসেছে বাঙালির উৎসবের সবচেয়ে প্রাণবন্ত দিন পয়লা বৈশাখ।’

তিনি চিরচেনা পয়লা বৈশাখকে আজ চেনা যায় না বলে অভিহিত করে বলেন, ‘এই দিনের সব রূপ-রস-গন্ধ হারিয়ে গেছে। হারিয়ে গেছে হাসি আনন্দের চিরচেনা বাশির সুর।’

বৈশাখীনিউজইডি

Share Now

এই বিভাগের আরও খবর